দেশজুড়ে

ইলিশ ধরায় রাজবাড়ীতে ৪৪ জেলের দণ্ড

রাজবাড়ীতে মা ইলিশ ধরার অপরাধে ৪৪ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে এসব জেলেকে আটক করা হয়।

আটক ৪৪ জনের মধ্যে ৪ জনকে ১৫ দিন, ৩০ জনকে ১০ দিন, ১ জনকে ২ দিন করাদণ্ড ও ৯ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযানে ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

রাজবাড়ী সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. সজিব, কালুখালীতে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা, পাংশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও গোয়ালন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবায়েত হায়াত শিপলু এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রুবেলুর রহমান/এফএ/পিআর