টাঙ্গাইলের মির্জাপুরে দেনার দায়ে নিজের মৃত্যুর চিরকুট লিখে নিখোঁজ হয়েছেন আব্দুল আলীম নামে এক ব্যবসায়ী। মহাজনদের সুদের টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদারদের চাপে তিনি নিখোঁজ হন বলে জানা গেছে।
আলীম মির্জাপুর বাজারের আলীম ট্রেডার্সের মালিক। তিনি উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকী গ্রামের মৃত হাজী তমছের আলীর ছেলে। জানা গেছে, আলীম বৃহস্পতিবার সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। দুপুরের দিকে উপজেলার উয়ার্শী এলাকায় সড়কের পাশ থেকে পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। পুলিশ এ সময় মোটরসাইকেল থেকে একটি ব্যাগ, মোবাইল ফোন, একটি চিরকুট ও বিদ্যুৎ বিলের কাগজ উদ্ধার করে।
খবর পেয়ে আলীমের পরিবারের লোকজন থানায় গিয়ে মোটরসাইকেল শনাক্ত করেন। তাছাড়া বাসা থেকে আলীমের লেখা আরও একটি চিরকুট উদ্ধার করেন স্বজনরা। চিরকুটে আলীম তার মৃত্যুর জন্য সুদের মহাজনদের দায়ী করেছেন। তবে ব্যবসায়ী আলীম মারা গেছেন না নিজেই আত্মগোপনে আছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএম এরশাদ/এফএ/এমএস