দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে জয়ছন বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কেে নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়ছন উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকার দানা মিয়ার স্ত্রী।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় জয়ছন বেগম মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে যায় বলে জানান ওসি।

আজিজুল সঞ্চয়/বিএ/পিআর