চলতি মাসের ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে রাজবাড়ীতে ৫৫০ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাত ১২টা পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, ২০ আনসার ব্যাটালিয়ন, জেলা ও উপজেলা মৎস্য অধিদফতরের নিয়মিত যৌথ অভিযানে এসব জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫১৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় এবং ৩৬ জন জেলেকে জরিমানা করা হয়। এ সময় জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।
অভিযানে ৩৩ হাজার মাছ ও ৩৩ লাখ ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানায় দেয়া হয় এবং জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
জেলা মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানে রাজবাড়ীর পদ্মা নদীতে ২৩৫টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে ১৩০টি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমান জানান, সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে তারা জেলা প্রশাসন, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করেছেন নদীকে জাল ও জেলে মুক্ত রাখতে।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম