আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরদীতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংঠনের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে শহরের আলহাজ মোড়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ নায়েব আলী বিশ্বাস। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টুর নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় মোটরসাইকেলে নেতা-কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, গোলাম মোস্তফা, লক্ষিকুন্ডা ইউপি’র চেয়ারম্যান আনিস-উর-রহমান শরীফ, সাঁড়ার চেয়ারম্যান রানা সরদার, পাকশী’র চেয়ারম্যান এনাম বিশ্বাস, মুলাডুলির চেয়ারম্যান সেলিম মালিথা, ছলিমপুরের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সাহাপুরের চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজসহ সাত ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, সাধারণ সম্পাদক রাজিব সরকার, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস, পৌর ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ, কলেজ ছাত্রলীগ সভাপতি খন্দকার আরমান ও সাধারণ সম্পাদক সাব্বির হাসানসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রাটি আলহাজ মোড় হতে শুরু হয়ে বিকেল পর্যন্ত ঈশ্বরদী পৌরসভা, উপজেলার সাঁড়া, মুলাডুলি, দাশুড়িয়া, সাহাপুর, লক্ষ্মীকুন্ডা, সলিমপুর ও পাকশী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলাউদ্দিন আহমেদ/এমএএস/আরআইপি