দেশজুড়ে

দৌলতদিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ১ নম্বর ঘাট এলাকা থেকে তিনশ` পিস ইয়াবাসহ ওয়াহেদ নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোব রাত সোয় ৯টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।রাজবাড়ী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, তার নেতৃত্বে এসআই নিজামউদ্দিন, এসআই কামাল ও এসআই হিরনসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ১ নম্বর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন।এসময় ওয়াহেকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে তিনশ` পিস ইয়াবা পাওয়া য়ায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। গ্রেফতারকৃত ওয়াহেদ দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।রুবেলুর রহমান/বিএ