দেশজুড়ে

আমার ভাই ৮ দিন ধরে নিখোঁজ

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নে আট দিনেও কিশোর রাসেলের (১৬) খোঁজ মেলেনি। ২৬ অক্টোবর কর্মস্থল যশোরের বেনাপোলের সৌরভ হোটেল থেকে অভিমান করে বেরিয়ে যাওয়ার পর তার আর খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ রাসেল চাঁচুড়ী গ্রামের মোরাফ মোল্যার ছেলে। ভাইকে না পেয়ে শুক্রবার বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাসেলের বড় ভাই মো. রহমত মোল্যা।

রহমত মোল্যা বলেন, আমার ভাই আট দিন ধরে নিখোঁজ। সব জায়গায় খুঁজেছি। কোথাও পাইনি। সে যশোরের স্থল বন্দর বেনাপোলের সৌরভ হোটেলে কাজ করত। ২৬ অক্টোবর হোটেল ম্যানেজার কাজের ভুলের জন্য বকাঝকা করেন। এ নিয়ে অভিমান করে রাসেল হোটেল থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় জিডি করা হয়েছে। নিখোঁজের পর রাসেলের মুঠোফোন নম্বর থেকে এক নারী আমাকে যশোর রেল স্টেশন গিয়ে তার সঙ্গে যোগাযোগের কথা বললেও পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

হাফিজুল নিলু/এএম/জেআইএম