দেশজুড়ে

ঘুমের ভেতরই অঙ্গার হলো রায়হান

কক্সবাজারের চকরিয়ায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে গেছে শহিদুল ইসলাম রায়হান নামে এক তরুণ। রোববার রাত ৩টার দিকে কাকারা ইউনিয়নের মাতামুহুরী ব্রিজের পূর্বপার্শ্বে দিঘীরপাড় কোচপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম রায়হান (১৮) কোচপাড়া এলাকার মওলানা মোহাম্মদ ইউনুছের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিনের মতো রোববার রাতে ঘুমিয়ে পড়ে রায়হান। রাত ২টার দিকে তার দোকানে আগুনের কুণ্ডলি দেখে স্থানীয়রা। তখন সবাই এগিয়ে গেলেও ভেতর থেকে বন্ধ দোকানের দরজা কেউ খুলতে পারেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর সদস্য, পুলিশ ও স্থানীয় জনতা। অনেক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘুমন্ত রায়হান জ্বলে অঙ্গার হয়ে যায়। মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

চকরিয়া দমকল বাহিনীর কর্মকর্তা জিএম মহিউদ্দিন জানান, দোকানে ভোজ্য তেলসহ গ্রাম্য মুদিখানার মালামাল বিক্রি হতো। আগুন তেলের সংস্পর্শ পেয়ে দ্রুত ছড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তার সঠিক তথ্য জানা যায়নি।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অঙ্গার মরদেহের অংশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম