নড়াইলে আশঙ্কাজনক হারে আবাদি জমি কমে যাওয়ায় শঙ্কায় পড়েছেন সুধী সমাজ ও কৃষি বিভাগ। গত ৫ বছরে নড়াইল জেলায় ১০ হাজার ৪৯৭ হেক্টর আবাদযোগ্য কৃষি জমি কমে গেছে। পাশাপাশি গত ৫ বছরে জনসংখ্যা বেড়েছে অনেক বেশি। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা জাগো নিউজকে জানান, নড়াইল জেলায় ৫ বছর আগে আবাদি জমি ছিল ৮৭৩০৪ হেক্টর। এখন তা কমে ৭৬৮০৭ হেক্টরে এসে দাঁড়িয়েছে। এখন যে পরিমাণ আবাদি জমি রয়েছে তাতে সবচেয়ে বেশি ধান আবাদ হয়ে থাকে। এরপর ডালের।কর্মকর্তারা আরো জানান, বর্তমানে আবাদি জমির মধ্যে ১০৯ ভাগ ধান, ৫ ভাগ গম, পেয়াজসহ মসলা জাতীয় ৩ ভাগ, পাট ২৪ ভাগ, তেল জাতীয় ৮ ভাগ, ডাল জাতীয় ফসল ২২ ভাগ, শাক সবজি ৫ ভাগ, ফল ২ ভাগ এবং অন্যান্য ৩ ভাগ জমিতে আবাদ হয়ে থাকে।জেলায় খাদ্য চাহিদা এক লাখ ৬৫ হাজার ৩৮৫ মেট্রিক টন এবং উৎপাদন হয়ে থাকে ২ লাখ ৮৯ হাজার ৬৮৩ মেট্রিক টন। পচে নষ্ট হওয়া, বীজ হিসেবে সংরক্ষণ করা, গুদামে নষ্ট হওয়া ও ইঁদুরে খাওয়াসহ নানা কারণ কিছু খাদ্য নষ্ট হয়ে থাকে। এরপরও উদ্বৃত্ত থাকে ১ লাখ ২৪ হাজার ২৯৮ মেট্রিক টন খাদ্য।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও সুধী জনের কাছ থেকে জানা যায়, প্রতিবছর বেশ কিছু আবাদি জমি নদী ভাঙন, ইটের ভাটা, রাস্তাঘাট, ঘর-বাড়ি নির্মাণসহ একাধিক কারণে অনাবাদির তালিকায় চলে যাচ্ছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির গতি কিছুতেই রোধ করা যাচ্ছেনা।জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, বিদ্যমান জমিতে বর্ধিত জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন অনেকটা কঠিন হয়ে পড়েছে। যদিও নড়াইল জেলা খাদ্য উদ্বৃত্ত জেলা হিসেবে স্থান অধিকার করেছে। কিন্তু সেটা জনসংখ্যা বৃদ্ধি রোধ, আবাদি জমি নষ্ট করার প্রবণতা না কমালে ধরে রাখা যাবেনা।জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শেখ আমিনুল হক জাগো নিউজকে জানান, আমরা ধানের পাশাপাশি গম চাষে কৃষকদের উৎসাহিত করছি কারণ এই ফসল চাষে সেচ, নিড়ানি, মাড়াই এবং শ্রমসহ অন্যান্য উপকরণ তুলনামূলক কম লাগে ফলন ও ভালো হয়ে থাকে। এবং এই ফসলে প্রোটিন বেশি।তিনি আরো বলেন, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণে এক ফসলি জমিকে দুই ফসলি ও দুই ফসলি জমিকে তিন ফসলি এবং তিন ফসলি জমিকে তিনের অধিক ফসলি জমিতে রপান্তরিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদফতর তথা সরকারের সাফল্য সন্তোষজনক হিসেবে প্রমাণিত হয়েছে।# সংকুচিত হচ্ছে খুলনা# যশোরে ৫ বছরে আবাদি জমি কমেছে পাঁচ হাজার হেক্টর# রাজশাহীতে প্রতিদিন কমছে আবাদি জমি# পাবনায় আশঙ্কাজনক হারে কমছে আবাদি জমি# চুয়াডাঙ্গায় কমছে আবাদি জমি, বাড়ছে বসতি # কুষ্টিয়ায় ৫ হাজার হেক্টর কৃষি জমি কমেছেএমএএস/এমআরআই