কক্সবাজারের টেকনাফ সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের পাশ থেকে এক লাখের বেশি ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
রোববার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার সকালে টেকনাফের সাবরাং শাহপরীর দ্বীপের মাঝামাঝি চিংড়ির ঘেরের পাশ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ সময় মরদেহের পাশে একটি দেশীয় অস্ত্র, দুটি গুলি ও ১ লাখ ১৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধার মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি