দেশজুড়ে

এমপি হতে চান বাব-বেটা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের পৃথক মনোনয়ন ফরম নিয়েছেন বাবা ও ছেলে। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের এবং তার মেজ ছেলে জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

টিপু সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। দলীয় মনোনয়ন নেয়ার পর থেকে বাপ-বেটার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া-সমর্থন চেয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের এমপি বানাতে সহযোগিতা চেয়েছেন দলীয় নেতাকর্মীরা।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের ঢাকার ধানমন্ডি কার্যালয় থেকে শনিবার বাবা আবু তাহের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একদিন পর রোববার নিজের অনুসারীদের নিয়ে মনোনয়ন ফরম তোলেন ছেলে সালাহ উদ্দিন টিপু।

মনোনয়ন সংগ্রহের পর দুপুরে নিজের ফেসবুক ওয়ালে মনোনয়ন ফরমের দুটি ছবি আপলোড করেন টিপু। এতে তিনি লিখেছেন, ‘মায়ের (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কাছে ছেলের আবদার একটু বেশি থাকে’।

এ ব্যাপারে একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, আমরা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছি। আমি লক্ষ্মীপুর-৩ (সদর) ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ত্যাগ-শ্রম মূল্যায়ন করবেন বলে বিশ্বাস রাখি। তিনি মনোনয়ন দিলে নির্বাচন করে আমি এমপি হতে চাই।

কাজল কায়েস/এএম/পিআর