দেশজুড়ে

মাঠ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

মাগুরা পৌর এলাকার গরুনাতৈল মধ্যপাড়া মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে সেটি নিহত যুবকের কিনা সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মাগুরা সদর সার্কেলের এএসপি কাজী এহসান হাবিব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরাফাত হোসেন/এফএ/পিআর