নাটোরে যাত্রীবাহী কোচের ধাক্কায় মমতাজ বেগম নামে এক তরকারি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতাজ চাঁদপুর কুড়িয়াপাড়া এলাকার নূরুল ইসলামের স্ত্রী।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, বুধবার ভোরে মমতাজ বেগম তরকারি কেনার উদ্দেশ্যে নাটোর স্টেশন বাজারে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পাড়াপারের সময় ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি কোচ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মমতাজ বেগমের মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজন ও এলাকাবাসীর অনুরোধে নিহত মমতাজ বেগমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রেজাউল করিম রেজা/আরএআর/এমএস