যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে এক কেজি ২০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ আব্দুর রহিম (২০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার বিকেলে বেনাপোল সীমান্তের পুটখালী পূর্বপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহিম বেনাপোলের পুটখালী পূর্বপাড়া গ্রামের ইউসুফের ছেলে।
বিজিবি জানায়, পুটখালী সীমান্তের পূর্বপাড়া এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে তিনজনের একটি চোরাকারবারি দলকে ধাওয়া করে। বিজিবির ধাওয়ায় তারা পালানোর চেষ্টাকালে আব্দুর রহিমকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে এক কেজি ২০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটক চোরাকারবারি ও স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
জামাল হোসেন/আরএআর/এমএস