দেশজুড়ে

বাইসাইকেলের ফ্রেমে মিললো ৯ বোতল ফেনসিডিল

বাইসাইকেলের ফ্রেমের অংশবিশেষ কেটে অভিনব কায়দায় ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে মিলন হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার বিকেলে পুটখালীর মসজিদ বাড়ি বিজিবি পোস্ট থেকে ৯ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

আটক মিলন হোসেন বেনাপোল পোর্ট থানার কেলেরকান্দা এলাকার মোস্তফার ছেলে।

বিজিবির ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, পুটখালী বিজিবি ক্যাম্পের একটি টহল দল পুটখালী মসজিদবাড়ি বিজিবি পোস্টের সামনে বাইসাইকেল আরোহী মিলন হোসেনকে আটক করে। পরে তার বাইসাইকেল তল্লাশির এক পর্যায়ে ফ্রেমের অংশবিশেষ কেটে অভিনব কায়দায় ঢোকানো অবস্থায় ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলসহ আটক মিলনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

জামাল হোসেন/আরএআর/পিআর