কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছরা এলাকা থেকে মোহাম্মদ বেলাল (৩২) নামে ইয়াবা কারবারে অভিযুক্ত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইলের সাগর উপকূলে সড়কের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বেলাল টেকনাফের হ্নীলা পূর্ব পানখালী (হোয়াকিয়া পাড়ার) নুর আহমদের ছেলে। বেশ কয়েক বছর ধরে তিনি কক্সবাজার শহরের থানা রাস্তার মাথা এলাকায় ফলের দোকানদারী করছেন। তবে, ফল ব্যবসার বেশে তিনি পুরোদমে ইয়াবা ব্যবসা করতেন বলে উল্লেখ করেছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।
ওসি প্রদীপ জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে ডেইলের সাগর উপকূল থেকে টেকনাফ বাহারছড়া শামলাপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বেলালের মরদেহট উদ্ধার করে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।
হ্নীলার স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, এলাকায় থাকাকালীন বেলাল ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। বেশ টাকা বানানোর পর টেকনাফ ইয়াবা ব্যবসায়ীদের জন্য নিরাপদ নয় দেখে পরিবার থেকে আলাদা হয়ে কক্সবাজার চলে আসে। সেখানে দলীয় কিছু ক্যাডারকে হাত করে পুরোদমে ইয়াবা ব্যবসা চালাচ্ছিলেন। মানুষকে ফাঁকি দিতে ফলের দোকানদারি করতেন বেলাল।
ওসি জানান, মরদেহের পাশ থেকে ইয়াবা ও গোলাবারুদ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ইয়াবা নিয়ে মতবিরোধে দু'গ্রুপে গোলাগুলিতে বেলাল মারা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পৃথক মামলা করা হচ্ছে।
অপরদিকে, নাম প্রকাশ না করার শর্তে তার দোকানের এক কর্মচারি জানান, কলাতলীর কোনো এক তারকা হোটেলে কোনো এক পার্টির সঙ্গে দেখা করতে যাবার কথা বলে বের হয়ে বুধবার দিবাগত রাত হতে নিরুদ্দেশ ছিল বেলাল। এরপর শুক্রবার সকালে তার মরদেহ পাওয়ার খবর আসে।
সায়ীদ আলমগীর/এমএএস/এমএস