দেশজুড়ে

গাঁজাসহ এনজিও কর্মকর্তা আটক

কক্সবাজার শহর থেকে গাঁজাসহ সৈকত শর্মা নামে এক এনজিও কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করার পর শুক্রবার বিকেলে আদালতে চালান দেয়া হয়েছে।

আটক সৈকত শর্মা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ডিআরসি (ডেনিস রিফিউজি কাউন্সিল)- এর সহকারী এইচআর পদে কর্মরত। তিনি শহরের কালুরদোকান এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে।

কক্সবাজার সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই মনিরুজ্জামান ডিআরসি কর্মকর্তাকে কালুর দোকান এলাকা থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪/৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর