দেশজুড়ে

আ.লীগ-বিএনপির সংঘর্ষে পুলিশসহ আহত ১২

ভৈরবে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ ১২ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা বিএনপির নির্বাচনী কর্মীসভা চলাকালে শহরের চন্ডিবের এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি ফার্মেসিসহ তিনটি দোকান ভাঙচুর করা হয়।

আহতরা হলেন- পুলিশের এসআই অভিজিৎ, কনস্টেবল আবদুল হাকিম, কনস্টেবল আবদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি আক্তার হোসেন, যুবদল নেতা জসীম উদ্দিন, পৌর যুবলীগ সভাপতি ইমন রহমান ইমন, ছাত্রলীগ নেতা রাকিব, সোহরাব, প্রান্ত, আমজাদ ও সুব্রত। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এদিকে রাত সাড়ে ৮টায় আওয়ামী লীগ ও যুবলীগ লীগের কর্মীরা উপজেলা বিএনপির শহরের ডালপট্টির অফিস ও ‘ভেনিস বাংলা’ নামের একটি রেস্তরাঁ ভাঙচুর করে।

এ বিষয়ে ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজি শাহীন জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চন্ডিবের এলাকায় বিএনপির একটি কর্মীসভায় আওয়ামী লীগের কর্মীরা হামলা চালালে এই ঘটনা ঘটে।

তবে ভৈরব পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন জানান, আমাদের কর্মীরা ছাত্রলীগের একটি অনুষ্ঠানের দাওয়াত দিতে চন্ডিবের গেলে বিএনপির কর্মীরা আমাদের কর্মীর ওপর আক্রমণ করে। ফলে এই ঘটনা ঘটে।

ভৈরব থানার উপ-পরিদর্শক অভিজিৎ জানান, দুই দলের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে তিন পুলিশও আহত হয় বলে তিনি জানান।

আসাদুজ্জামান ফারুক/এফএ/জেআইএম