অবৈধ পথে ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে এক নাইজেরিয়ান নাগরিকসহ ১৩ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, একজন বিদেশিসহ কয়েকজন বাংলাদেশি নারী পুরুষ অবৈধ পথে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে পুটখালী সীমান্তে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুটখালী নাইজেরিয়ান নাগরিক ইকোচিকো সিডনিসহ ১৩ বাংলাদেশি নাগরিককে থেকে আটক করা হয়। এদের মধ্যে দুই শিশু, দুই নারী ও নয়জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি যশোর, খুলনা, গোপালগঞ্জ, বরিশাল ও নড়াইল জেলায়। এ সময় নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে ৭৫০ মার্কিন ডলারসহ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। আটক নাইজেরিয়ান নাগরিক ইকোচিকো সিডনী একজন ফুটবল খেলোয়াড় বলে বিজিবি জানিয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সোহেল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বিদেশি নাগরিকসহ বাংলাদেশিদের অবৈধ পারাপারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
জামাল হোসেন/আরএআর/আরআইপি