ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের হেলপার সুমন সিকদার (৩০) মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের ধুলদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার সুমন ফরিদপুর শহরের রথখোলা এলাকার বাবুল সিকদারের ছেলে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুজ্জামান জানান, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-০৬৬৭) একটি যাত্রীবাহী বাস সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধুলদি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের হেলপার সুমন সিকদার মারা যান। এ সময় আরও ৪ বাসযাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বি কে সিকদার সজল/আরএআর/এমএস