ধর্ম

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা

বিশ্বের ৬৩টি দেশের নারী প্রতিনিধিদের নিয়ে গত ৪ নভেম্বর অন্তর্জাতিক কুরআনুল কারিম প্রতিযোগিতার আয়োজন করে দুবাই। শাইখাহ ফাতেমা বিনতে মুবারাকাহ শিরোনামে ৩য় আন্তর্জাতিক এ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে গত ১৬ নভেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়।

৩য় শাইখাহ ফাতেমা বিনতে মুবারাকাহ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকার করেন বাহরাইনের প্রতিনিধি সারাহ মুহাম্মাদ আব্দুল্লাহ হাসান হুসাইনি। এ প্রতিযোগিতায় ১০জনকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতায় উত্তীর্ণদের তালিকা-> প্রথম স্থান : সারাহ মুহাম্মাদ আব্দুল্লাহ হাসান হুসাইনি, বাহরাইন।> দ্বিতীয় স্থান : মিয়মুনাতুলু : সেনেগাল> তৃতীয় স্থান : খুলাত আযুয, আলজেরিয়া।

> চতুর্থ স্থান (যৌথভাবে) : ফারিয়াহ আদেন শেখ মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাহরা খালিলী ছামারিন, ইরান।

>পঞ্চম স্থান : নুর মুহাম্মাদ সুলতান আল-হামুদি, আরব আমিরাত।> ষষ্ঠ স্থান : মোসয়ামাদাতুল তালাবা, মোরিতানিয়া।> সপ্তম স্থান : নুরা আহমাদ আল-বাসিউনি, মিসর।> অষ্টম স্থান : খানসাহ হুসাইন আহমাদ, কেনিয়া।> নবম স্থান : জায়নাব রিয়াহি মুসা, নাইজেরিয়া।

দুবাইয়ের শাইখাহ ফাতেমা বিনতে মুবারাকাহ ৩য় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

এমএমএস/পিআর