দেশজুড়ে

বাসের ভেতর মিলল যাত্রীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি যাত্রীবাহী লোকাল বাস থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের বয়স আনুমানিক ৪২ থেকে ৪৫ বছর। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম আখন্দ জাগো নিউজকে বলেন, বাসের চালক-সহযোগী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি- ওই ব্যক্তি জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরে আসার জন্য বাসে ওঠেন। বাসটি কিছুদূর যাওয়ার পর কন্ডাক্টর ভাড়া নেয়ার জন্য তার কাছে গিয়ে দেখেন তিনি ঘুমিয়ে আছেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তিনি মারা গেছেন বুঝতে পেরে বাসের চালক ও সহযোগী বিষয়টি পরিবহন সংগঠনের নেতাদের জানান। তারা থানায় খবর দিলে আমরা ভাদুঘর বাসস্ট্যান্ডে গিয়ে বাসের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করি।

তিনি আরও বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম