দেশজুড়ে

ট্রাকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ২

কুড়িগ্রাম- রংপুর মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার ফকিরেরতকেয়া এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পথচারী শিশু মোস্তাফিজুর রহমান (১০) ও ট্রাকের হেলপার আবুল কাশেম (৫০)।

লালমনিরহাট সদর থানা পুলিশের ওসি মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের বাসটি ওই স্থানে পৌঁছে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। মরদেহ দুটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রবিউল হাসান/এফএ/এমএস