দেশজুড়ে

আগুনে পুড়ল ১০ দোকান

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের একটি বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে শহরের আনন্দবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি মাল, খৈল-ভুষি, সেলুন ও মোবাইলফোন মোরমতের দোকান রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানি ও ফায়ারসার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারের একটি দোকানে আগুন লাগে। পরে মুহূর্তে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় বাজারের ১০টি দোকান পুড়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাকেরিন হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তদন্ত করে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস