দেশজুড়ে

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

চাঁদা না দেয়ায় দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার সোহানবাগ শহরে আবদুর রহিম (৩০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে নিহতের আত্মীয় আশ্রাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রহিম নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মুন্সী বাড়ীর আলী মুন্সীর ছেলে। তার অপর দুই ভাইসহ রহিম বিগত সাত বছর ধরে দক্ষিণ আফ্রিকার সোহানবাগ শহরে ব্যবসা করে আসছেন।

আশ্রাফুজ্জামান জানান, বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে প্রিটোরিয়ার সোহানবাগ শহর এলাকার নিজ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। এ খবর শোনার পর থেকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। নিহত রহিমের মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এর আগেও চাঁদা না দেয়ার জেরে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর সেনবাগসহ বেশ কিছু বাংলাদেশি প্রবাসীকে দেশটির সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।

আরএআর/এমএস