রাজবাড়ীর বালিয়াকান্দিতে নুরজাহান বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গা হাতিমোহন গ্রামের নিজ বসতঘরে তাকে হত্যা করা হয়।
নিহত নুরজাহান বেগম ওই এলাকার মৃত বেলায়েত হোসেনের স্ত্রী। বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, কী কারণে কারা ওই বৃদ্ধাকে হত্যা করেছে এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
রুবেলুর রহমান/আরএআর/এমএস