দেশজুড়ে

ওষুধের জন্য ভারতে গিয়ে বাংলাদেশি ধরা

অবৈধ পথে ভারত থেকে ওষুধ আনতে গিয়ে নওগাঁর সাপাহার উপজেলার জাকিরুল ইসলাম নামের এক শিক্ষার্থী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়েছে।

আটক জাকিরুল উপজলোর উত্তর পাতাড়ি গ্রামের আতাউর রহমানের ছেলে ও সাপাহার আল-হেলাল ইসলামি একাডেমির শিক্ষার্থী। শনিবার ভোরে ভারতীয় সীমান্তের ২৪৪নং পিলার এলাকা থেকে তাকে আটক করে বিএসএফ।

স্থানীয় সূত্র জানায়, জাকিরুল ইসলামসহ কয়েকজন অবৈধ পথে ভারতে ওষুধ আনতে যায়। ভারতের অভ্যন্তরে প্রবেশের পর ভোর হয়ে যাওয়ায় অন্যরা পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়ে জাকিরুল।

আদাতলা বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে ওষুধ কেনার কথা বলে আদাতলা সীমান্ত এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরের একটি গ্রামে ঢুকে পড়ে জাকিরুল ইসলাম। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে বিএসএফ। জাকিরুল ইসলামকে ফেরতের জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেয়া হয়েছে। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো সাড়া মেলেনি।

আব্বাস আলী/এএম/জেআইএম