খুলনার দাকোপ উপজেলার কাটাকালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির দুটি তক্ষক আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। আটক তক্ষক দুটিকে সোমবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের অপারেশন কর্মকর্তা লে. বিএন আবদুল্লাহ আল মাহমুদ জানান, পাচারকারীরা বন্যপ্রাণী নিয়ে দাকোপ উপজেলার কাটাকালী ঘাট এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিকে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা রোববার রাতে দ্রুত অভিযানে নামে। কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বন্যপ্রাণী পাচারকারীরা প্লাস্টিকের ঝুড়িতে রাখা তক্ষক দুটি ফেলে পালিয়ে যায়।
আটক তক্ষক দুটির আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯৮ লাখ টাকা বলে দাবি করেছে কোস্টগার্ড।
শওকত বাবু/আরএআর/এমএস