বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে ১৬টি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুর আড়াইটার দিকে চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক মো. সরওয়ার আলম ১৪টি মামলার শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়াও অপর দুটি মামলায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে মিলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসব মামলার মধ্যে ২০১০ সালের মান্নান হত্যা মামলা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।
দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাবেক মন্ত্রী মিলন সম্প্রতি দেশে ফিরলে গত শুক্রবার তাকে চট্টগ্রামের চট্টেশ্বরী এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
ইকরাম চৌধুরী/আরএআর/এমএস