দেশজুড়ে

ভৈরবে বিএনপির ১৪৬ নেতাকর্মীর জামিন

ভৈরবে পুলিশকে মারধর ও যুবলীগ নেতার মোটরসাইকেল ভাঙচুরের মামলায় তিন সাংবাদিকসহ বিএনপির ১৪৬ নেতাকর্মী জামিন পেয়েছেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েতুর রহমান ও মোস্তাফিজুর রহমানের যৌথ বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।

সোমবার সকালে হাইকোর্টের একই বেঞ্চ পুলিশকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ৪৮ নেতাকর্মীকে জামিন দেন। মঙ্গলবার অপর মামলায় বাকিদের জামিন মঞ্জুর হয়। দুদিনে দুই মামলায় সাংবাদিকসহ বিএনপির ১৪৬ নেতাকর্মী জামিন পান।

গত ১৮ নভেম্বর বিকেলে ভৈরব উপজেলা বিএনপির উদ্যোগে শহরের চন্ডিবের এলাকায় একটি কর্মীসভার আয়োজন করা হয়। সেই সভায় যুবলীগ ও ছাত্রলীগকর্মীরা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ ১২ জন আহত হন।

১৯ নভেম্বর পুলিশকে মারধরের অভিযোগে বিএনপির ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াইশজনকে আসামি করে মামলা করে পুলিশ। ওই ঘটনার পাঁচদিন পর ২৩ নভেম্বর ভৈরব পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন বাদী হয়ে তিন সাংবাদিকসহ বিএনপির ৯৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের হয়।

আসাদুজ্জামান ফারুক/এমএআর/এমএস