কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব-উল ইসলাম আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। আগামী ১৫ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযুক্ত আসামিরা হলেন- কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকার জাহিদুল হক তানিম, গাইবান্ধার রাঘবপুর গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, চাঁপাইনবাবগঞ্জের হাজারদিঘা গ্রামের মিজানুর রহমান ওরফে বড় মিজান, গাইবান্ধার পান্থাপাড়া গ্রামের আনোয়ার হোসেন ও কুষ্টিয়ার সাদিপুর কাবলিপাড়া গ্রামের আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ।
জানা গেছে, শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার ২৪ জন আসামির মধ্যে ১৯ জন দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায়। বর্তমানে এ মামলার পাঁচ আসামিই কারাগারে আছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিম উদ্দিন হাইস্কুল সংলগ্ন রাস্তায় মুফতি মুহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায় অস্ত্রধারী জঙ্গিরা। পরে পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশের দুই কনস্টেবল জহিরুল ইসলাম ও আনসারুল, স্থানীয় বাসিন্দা ঝর্ণা রানী ভৌমিক নিহত হন। এ সময় পুলিশের গুলিতে মারা যায় আবির রহমান নামে এক জঙ্গি। আটক করা হয় শফিউল ইসলাম ডন নামে এক জঙ্গিকে। পরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সেও মারা যায়। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। গত ১২ সেপ্টেম্বর এই পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল পুলিশ।
নূর মোহাম্মদ/আরএআর/এমএস