দেশজুড়ে

কুষ্টিয়ায় হানিফসহ ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসলাম হোসেনের কাছে মনোনয়ন জমা দেন তিনি।

একই সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে থেকে বিএনপির সাবেক সাংসদ অধ্যাপক শহীদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থীসহ আওয়ামী লীগ, বিএনপি, বিএনএফ, সিপিবি, কল্যাণ পার্টি, এনপিপিসহ বিভিন্ন দল থেকে ৪৫ জনের মধ্যে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, মামলার বাদীর সঙ্গে জোট করে অন্যের বিরুদ্ধে মিথ্যাচার করা বিএনপির জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

আল-মামুন সাগর/আরএআর/এমএস