বিএনপি-জামায়াতের মুক্তিযোদ্ধারা পাকিস্তানের মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের কমান্ডার চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম)।
শনিবার বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত বলছে তাদের দলেও মুক্তিযোদ্ধা আছে, তারা হলো পাকিস্তানের মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা নয়। তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা। তাদেরকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়েছে পাকিস্তান। আর আমরা হলাম বাংলাদেশের জনগণের পক্ষের মুক্তিযোদ্ধা, এই মাটির মুক্তিযোদ্ধা। তারা হলো পাকিস্তানের মাটির মুক্তিযোদ্ধা। দুইটা দুই জিনিস। এটাকে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না।
তিনি বলেন, তাদের এই বক্তব্য ঘৃণিত। তাদের এই দুঃসাহস আমরা কিছুতেই মানব না। আমরা তাদের ক্ষমাও করব না। এ ধরনের বক্তব্য তারা দিতে পারে না। এদেশের মানুষের প্রতি, শহীদদের প্রতি তাদের যে ঘৃণা তারই একটি প্রতিফলন এই বক্তব্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মন্টু, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মির্জা জাকির।
ইকরাম চৌধুরী/এএম/পিআর