দেশজুড়ে

বদির গাড়িতে গুলি : বিএনপির উপজেলা সম্পাদকসহ আসামি ৭

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর বহমান বদির গাড়িতে ‘গুলি ঘটনা’য় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বদির ব্যক্তিগত গাড়ির চালক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে তিনজন নামে উল্লেখ করে সাতজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলায় জ্ঞাত আসামিরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের আলী আহমদের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ, হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে সালাউদ্দিন হেলাল ও রহুল আমিন। আব্দুল্লাহ টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং অপর দুই আসামির দুলাভাই।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, শনিবার সকালে সাংসদের গাড়িচালক বাদী হয়ে হত্যার চেষ্টায় একটি মামলা করেছেন। মামলার আসামিদের ধরতে পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার রাতে উখিয়া থেকে টেকনাফ ফেরার পথে কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদির গাড়িতে ‘গুলি’ চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনার পরে বদি দাবি করেন, ‘টেকনাফে ফেরার পথে হোয়াইক্যং কাঞ্জরপাড়া নামক এলাকায় পৌঁছলে গাড়ির পেছন থেকে তাকে গুলি চালানো হয়েছে।

তবে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনে বিএনপির দলীয় প্রার্থী শাহজাহান চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার দিবাগত রাতে টেকনাফের হোয়াইক্যংয়ে স্থানীয় এমপি আব্দুর রহমান বদির গাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনাটি পরিকল্পিত, সাজানো নাটক।

সায়ীদ আলমগীর/আরএস