দেশজুড়ে

আচরণবিধি লঙ্ঘনের দায়ে যুবকের দণ্ড

নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আব্দুর রশিদ (২৬) নামে এক যুবককে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ উপজেলার নাড়াডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এসিল্যান্ড হাবিবুল হাসান জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেনের পক্ষে প্রচার-প্রচারণা ও ভোটারদের মিথ্যা আশ্বাস দেয়ার অভিযোগে আব্দুর রশিদকে আটক করা হয়। নির্বাচনী আচরণবিধি ২০০৮’র ১২ ধারার অনুসারে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

আব্বাস আলী/এফএ/এমএস