একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নয়জন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে দুইজন, বিএনপি থেকে তিনজন, স্বতন্ত্র থেকে চারজন গত ২৮ নভেম্বর রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেন।
মনোনয়নপত্র জমা দেয়া তালিকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমএ পাস করেছেন। আর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লক্ষপদ দাস ডিগ্রিধারী (বিএ)।
অন্যদিকে এই আসনে মনোনয়নপত্র জমা দেয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিংপ্রু জেরী এইএসসি পাস করেছেন। জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং স্নাতকোত্তর এবং বিএনপি নেত্রী উম্মে কুলসুম সুলতানা লীনা নবম শ্রেণি উত্তীর্ণ হিসেবে মনোনয়নপত্রে উল্লেখ করেছেন।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডনাইপ্রু নেলী এসএসসি, নাথান লনচেও বিএফএ (অনার্স), শওকতুল ইসলাম দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান)। আর স্ব-শিক্ষিত হিসেবে আছেন স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল হোসেন।
বান্দরবান দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং জানান, হলফনামায় একজন প্রার্থীর নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ নেই। বর্তমান সময়ের জন্য একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই সাংবিধানিকভাবে নির্দিষ্ট করে দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সৈকত দাশ/এমবিআর/কেএইচ