লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এ সময় কাগজপত্রে অসংহতি থাকায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য লায়ন এমএ আওয়ালসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, ঋণখেলাপি, কাগজপত্রে ভুল তথ্য সরবরাহ ও স্থানীয় সরকারের অনুমতি না থাকায় ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন- ঋণখেলাপির কারণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য লায়ন এমএ আউয়াল (জাকের পার্টি), স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা মাহবুুব আলম, দাখিল করা ভোটার স্বাক্ষরে গরমিল থাকায় লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা এম রুহুল আমিন ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবু ফয়েজ ভূঁইয়া টিটু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি না নেয়ায় লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী ইউপি চেয়ারম্যান খালেদ সাইফুল্যাহ ও কাগজপত্রে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী তাঁতী দল নেতা আবদুল মতিন চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
কাজল কায়েস/এএম/জেআইএম