অর্থনীতি

ফরিদপুরের ভাঙ্গায় মিডল্যান্ড ব্যাংকের মালিগ্রাম শাখা উদ্বোধন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মিসেস নিলুফার জাফরউল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহ, পরিচালক কাজী ওমর জাফর, স্পন্সর শেয়ারহোল্ডার কাজী একরামুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ছাড়াও রিটেল ডিস্ট্রিবিউশনস বিভাগের প্রধান মো. রীদওয়ানুল হক, মালিগ্রাম শাখার প্রধান আবুল কালামসহ ব্যাংকের অন্যান্য এক্সিকিউটিভ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই/এমএমজেড/এমকেএইচ