দেশজুড়ে

ভয়ে ঘরে থাকতে পারছেন না বিএনপি নেতাকর্মীরা

তফসিল ঘোষণার পরও যশোরে বিএনপি নেতাকর্মীদের বিরদ্ধে পুলিশের গায়েবি মামলা, আটক ও হুমকি-ধমকি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন যশোর জেলা বিএনপি নেতারা। একই সঙ্গে পুলিশের ভয়ে ঘরে থাকতে পারছেন না বলেও অভিযোগ করেন তারা।

সোমবার দুপুরে যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, যশোর সদর উপজেলা, শার্শা, কেশবপুর, মণিরামপুরসহ বিভিন্ন উপজেলায় পুলিশের ভয়ে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারছেন না। শার্শায় গত ১ ডিসেম্বর বিএনপির ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দেয়া হয়েছে। আটক করা হয়েছে ১৩ জনকে। টাকা দিলে পেন্ডিং মামলা, টাকা না দিলে অস্ত্র মামলা দেয়া হচ্ছে।

বিএনপি নেতারা অভিযোগ করেন, এর আগে নির্বাচনে বিএনপির যেসব নেতাকর্মী পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছেন, তালিকা ধরে ধরে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ হুমকি দিচ্ছে। কোনো মামলা না থাকা সত্ত্বেও এসব নেতাকর্মী ঘরে এমনকি এলাকায় থাকতে পারছেন না।

সুনির্দিষ্টভাবে এসব অভিযোগ সোমবার সকালে বিএনপি নেতাকর্মীরা যশোরের পুলিশ সুপার মইনুল হককে জানিয়েছেন। সংবাদ সম্মেলনের পর নেতারা একই অভিযোগ করেন জেলা প্রশাসকের কাছে।

সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক যশোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা জানান, পুলিশ সুপার তাদের অভিযোগগুলো শুনেছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

মিলন রহমান/এএম/আরআইপি