দেশজুড়ে

থেমে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালক নিহত

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম উপজেলার বাউরা রেলগেট এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দোলোয়ার হোসেন (২৩) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক দোলোয়ার হোসেন রংপুর মিঠাপুকুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ওই স্থানে পৌঁছে থেমে থাকা আরেকটি ট্রাকের সামনের অংশে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানা পুলিশের ওসি প্রসূন কান্তি দাস বলেন, ট্রাক দুটি হাইওয়ে থানায় আনা হচ্ছে।

রবিউল হাসান/এফএ/এমকেএইচ