নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের আটটি কৃষি খামারের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রেখে কোদাল নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
রোববার সকাল ৭টা থেকে তিন ঘণ্টাব্যাপী বাগাতিপাড়া উপজেলার লোকমানপুরে কৃষ্ণা কৃষি খামারে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
বিক্ষোভ শেষে এক সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের মুখে গত ২২ নভেম্বর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন জন প্রতি দৈনিক মাত্র ৫০ টাকা হারে বাড়িয়ে মজুরি পুনর্নির্ধারণ করে। এতে হালকা কাজের জন্য প্রতিদিন ২০০ টাকার পরিবর্তে ২৫০ টাকা এবং ভারি কাজের জন্য ২১০ টাকার পরিবর্তে ২৬০ টাকা নির্ধারণ করা হয়।
কিন্তু বর্তমান শ্রমবাজারে সাধারণ শ্রমিক ও সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরির তুলনায় তা অনেক কম। ফলে আগের নির্ধারণ করা মজুরি অর্থাৎ ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা করার দাবি জানান শ্রমিকরা।
একই দাবিতে গত ১ ডিসেম্বর ১৫ দিনের আলটিমেটাম দেয় আটটি কৃষি খামারের দৈনিক শ্রমিক ঐক্য কমিটি। দাবি মানা না হলে আগামী ১৭ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন তারা।
সমাবেশে বক্তব্য দেন- শ্রমিক ঐক্য কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ডব্লিউ শামসুল আলম বিপ্লব, কৃষ্ণা কৃষি খামারের শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক সাজাহান আলী, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাবিলদার ছমির উদ্দিন ও শহিদুল ইসলাম প্রমুখ।
রেজাউল করিম রেজা/এএম/আরআইপি