দেশজুড়ে

বগুড়ায় ১৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার বগুড়ার ৭টি আসনে ১৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এসব আসনে বর্তমানে প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৪৪ জন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, বগুড়া-১ আসনে মো. শোকরানা (বিএনপি), হাসান আকবর আফজাল (জাসদ) ও গোলাম মোস্তফা বাবু (জাতীয় পার্টি)। বগুড়া-২ আসনে মাওলানা মো. শাহাদাতুজ্জামান (স্বতন্ত্র প্রার্থী জামায়াত)। বগুড়া-৩ আসনে আব্দুল মোমিন তালুকদার (বিএনপি) ও নজরুল ইসলাম (জাসদ)। বগুড়া-৪ আসনে জিয়াউল হক মোল্লা (বিএনপি), আনিছুর রহমান (বিএনপি), সাইফুল ইসলাম (বিএনপি) ও হাজী নুরুল ইসলাম বাচ্চু (জাতীয় পার্টি)।

বগুড়া-৫ আসনে জানে আলম খোকা (বিএনপি), রাসেল মাহমুদ (জাসদ) ও মাহবুব আলী (বিকল্প ধারা)। বগুড়া-৬ আসনে ইমদাদুল হক ইমদাদ (জাসদ) ও রেজাউল করিম বাদশা (বিএনপি)।

বগুড়া-৭ আসনে রিয়াজুল ইসলাম (জাসদ) ও আমিনুল ইসলাম সরকার পিন্টু (জাতীয় পার্টি)। বর্তমানে বগুড়ার ৭টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৪৪ জন।

লিমন বাসার/এমএএস/জেআইএম