গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট ট্রেনিং সেন্টারে (বিপসট) দুই দিনব্যাপি ‘এচিভিং অপারেশনাল রেডিনেস’ শীর্ষক সেমিনার আজ (সোমবার) থেকে শুরু হয়েছে।
জাতিসংঘ সদর দপ্তরের ইউনাইটেড ন্যাশনস ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন্স এর ব্যবস্থাপনায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মশিহুজ্জামান সেরনিয়াবাত, জাতিসংঘ সদর দফতরের সহকারী সামরিক উপদেষ্টা মেজর জেনারেল হিউ ভ্যান রোজেন, ইউএস গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভ এর ট্রেনিং প্রোগ্রাম ম্যানেজার ল্যারি সুইফট উপস্থিত ছিলেন।
সেমিনারে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, কাজাখস্থান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইউএসএ ও ভিয়েতনামের ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আমিনুল ইসলাম/এমএএস/পিআর