দেশজুড়ে

বনে মিলল ২২ কেজি হরিণের মাংস

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকা থেকে ২২ কেজি হরিণের মাংস ও ৬ শত ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা।

এ সময় হরিণ শিকারিদের ব্যবহৃত একটি নৌকা আটক করা হয়েছে। উদ্ধার করা মাংস সোমবার সকালে আদালতের নির্দেশে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে মাটি চাপা দেয়া হয়েছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন বলেন, রোববার সন্ধ্যায় চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা গোপন সংবাদ পেয়ে বনে অভিযান চালায়। এ সময় চরখালী বনাঞ্চলে চোরা শিকারিরা বন রক্ষীদের দেখতে পেয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে হরিণের ২২ কেজি মাংস, হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে উদ্ধার করা হরিণের মাংস মাটি চাপা দেয়া হয়েছে। এ সময় আটক করা হয় একটি নৌকা। এ ঘটনায় অজ্ঞাত শিকারিদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

শওকত আলী/এএম/পিআর