দেশজুড়ে

মওদুদের প্রচার মিছিলে হামলার অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌর শহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের প্রচার মিছিলে যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ সময় নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ওই এলাকার ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে আমার নেতাকর্মীরা মঙ্গলবার দুপুরে কবিরহাটে পথসভা করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তারা বিভিন্ন স্থান থেকে প্রচার মিছিল নিয়ে কবিরহাট বাজারে গেলে যুবলীগ ও ছাত্রলীগ মিছিলে অতর্কিত হামলা চালায়। এতে ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

মওদুদ আরও বলেন, পরিস্থিতি অনুকূলে না থাকায় আমি কবিরহাট-কোম্পানীগঞ্জ সড়কের একটি স্থানে নিজের গাড়ি নিয়ে অবস্থান করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে কবিরহাটে প্রচার কাজে বের হবো।

এ অভিযোগ অস্বীকার করে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক রায়হান বলেন, সকাল থেকে বিভিন্নস্থানে আমাদের দলের অন্তত পাঁচজন নেতাকর্মীকে আহত করেছে বিএনপি নেতাকর্মীরা। এ কারণে দলীয় নেতাকর্মীরা উত্তেজিত হয়।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। তবে পথসভা করার জন্য মওদুদ আহমদ রিটার্নিং অফিসার থেকে অনুমতি নিয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে ওসি জানান।

মিজানুর রহমান/আরএআর/এমকেএইচ