দেশজুড়ে

শ্বশুর-শাশুড়িকে স্মরণ করে মতিয়া চৌধুরীর প্রচারণা শুরু

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শ্বশুর-শাশুড়ির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

মঙ্গলবার নকলা উপজেলার বানেশ্বরদী গ্রামে অবস্থিত শ্বশুর-শাশুড়ির কবর জিয়ারত করেন তিনি। নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে বানেশ্বরদী ইউনিয়নে ৬টি এবং চন্দ্রকোনা ইউনিয়নে ৮টি পথসভা ও আলোচনা সভা করেন মতিয়া চৌধুরী।

মতিয়া চৌধুরী বলেন, বিএনপির ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই। নির্বাচন ঠেকানোর জন্য তারা রাতের বেলায় বাসে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছে। বাবার সামনে ছেলেকে খুন করেছে। শিক্ষা প্রতিষ্ঠান, রেল লাইনে আগুন দিয়েছে। এসব অপকর্মের কৈফিয়ত দিয়ে বিএনপিকে ভোট নিতে হবে।

মতিয়া চৌধুরী আরও বলেন, মানুষ পুড়িয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। ভোট চাওয়ার অধিকার সবার আছে। কিন্তু অন্যায়-অপকর্ম ও কুকর্মের জবাব দিয়েই ভোট নিতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন- নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

হাকিম বাবুল/এএম/এমএস