ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি রেলওয়ে সেতুর মেরামত কাজের জন্য চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
উপজেলার ইমামবাড়ি এলাকার একটি রেলওয়ে সেতুর মেরামত কাজের জন্য বুধবার দুপুর একটা থেকে বিকেল ৩টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ইমামবাড়ি এলাকার একটি সেতুর স্লিপার বদল করার জন্য এ পথে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। মেরামত কাজ শেষ হওয়ার পর সেতুটি দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।
ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন আটকে আছে বলেও জানান ওসি শ্যামল কান্তি দাস।
আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি