নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজারে এ হামলার ঘটনা ঘটে।
সন্ধ্যায় চৌমুহনীর সুগন্ধা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করে বলেন, বিকেলে আমার নির্বাচনী প্রচারণার মাইক সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজারে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মাইক ভাঙচুর করে। খবর পেয়ে সেখানে গেলে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়। এ সময় আমার গাড়িচালককে মারধর করে ও গাড়ি ভাঙচুর করে।। এ সময় চাটখিল থেকে সোনাইমুড়ী আসার পথে চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও পৌর বিএনপির সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
তবে সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।
মিজানুর রহমান/আরএআর/এমএস