দেশজুড়ে

বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলার ঘটনায় মামলা

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপি প্রার্থী জিএম সিরাজের গাড়িবহরে হামলা ও যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি অভিযোগ দেয়া হয়েছে।

এর মধ্যে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পাশাপাশি যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধুনট থানা পুলিশের ওসি ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় সোমবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারকালে বিএনপি কর্মী নাদিম হোসেন (২৬) ও মাসুদ রানাকে (২২) মারধর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনার প্রতিবাদ করেন এলাঙ্গী ইউনিয়ন যুবদলের সদস্য রাঙ্গামাটি গ্রামের মুরাদ হোসেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাত সাড়ে ১১টার দিকে মুরাদ হোসেনের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে।

অগ্নিকাণ্ডে ৩টি ঘর, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ ও আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলাকারীরা একই সময় বিএনপি কর্মী রাঙ্গামাটি গ্রামের মুনজুরুল হক ও ভুলু মিয়ার দোকানে ভাঙচুর চালায়।

বিএনপি প্রার্থী জিএম সিরাজ মঙ্গলবার সকালে যুবদল নেতা মুরাদ হোসেনের বাড়ি পরিদর্শনে যান। বেলা সাড়ে ১১টার দিকে জিএম সিরাজ ধুনট শহরের কলাপট্টি এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা জিএম সিরাজের গাড়িসহ ৩টি মাইক্রোবাস ও ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় বিএনপি প্রার্থী জিএম সিরাজ বাদী হয়ে বুধবার রাতে থানায় একটি অভিযোগ দেন। থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে। এ মামলায় কোনো আসামির নাম উল্লেখ নেই। তবে আওয়ামী লীগের অজ্ঞাত নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এদিকে, রাঙ্গামটি গ্রামের যুবদল নেতা মুরাদ হোসেনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তার মা নিলুফা বেওয়া বাদী হয়ে বুধবার রাতে থানায় একটি অভিযোগ দেন।

এ অভিযোগপত্রে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ তারেক হেলালসহ ৩২ নেতাকর্মীর নাম উল্লেখ করেছেন। পাশাপাশি অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ওসি ইসমাইল হোসেন বলেন, পৃথক দুটি অভিযোগের মধ্যে জিএম সিরাজের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মুরাদ হোসেনের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

লিমন বাসার/এএম/পিআর