দেশজুড়ে

ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আটক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ইকবাল সিদ্দিকীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পীরজাদা এসএম রুহুল আমীনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার টেংরা বাজারে গণসংযোগ শেষে গাড়িতে ওঠার সময় তাকে আটক করা হয়।

আটক রুহুল আমীন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও কেন্দ্রীয় ওলামা দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি নিজেও বিএনপি থেকে গাজীপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আটকের ঘটনায় পরপরই তাকে ছাড়িয়ে আনতে থানায় হাজির হন গাজীপুর-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।

তিনি জানান, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজারে নেতাকর্মী ও সমর্থক নিয়ে শুক্রবার নির্ধারিত গণসংযোগ করছিলেন। গণসংযোগ শেষে পীরজাদা রুহুল আমীনকে আটক করে শ্রীপুর থানায় নিয়ে যায় পুলিশ। তবে তার নামে কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা ছিল না।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, রুহুল আমীনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

শিহাব খান/আরএআর/এমকেএইচ